শহরগুলো সব
মিছিলে মিছিলে মুখরিত
খুনীদের উল্লসিত মহড়া
খুন হয়ে যাচ্ছে প্রতিনিয়ত

সবাই দেখছে, শুনছে
টিভি, ল্যাপটপ স্ক্রিনে খুনীদের ছবি ভেসে উঠছে
আর্তনাদ, হা হা কার, চিৎকার…
ক্রন্দনে ক্রন্দনে বাতাস ভারী হচ্ছে

খুবই সামান্য চাওয়া
বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা, সরকারী চাকুরীতে কোটা সংস্কার
লুটেরাদের কাছে, হাজার হাজার প্রানের বিনিময়
থাকেও বেশি চাওয়া

কি হবে তবে
আরো প্রাণ দিতে হবে??

চূড়ান্ত সিদ্ধান্ত
শেষ প্রানটি দিতে প্রস্তুত
অভিভাবক, শিক্ষক, কৃষক, শ্রমিক… সবাই
সন্তানদের সাহসে সাহসে বলীয়ান করে পাঠাচ্ছেন যুদ্ধের ময়দানে
নিজেরাও হাজির থাকছেন সন্তানদের পাশে

মূহুর মূহু হামলা
গুলী বর্ষন
একের পর এক লাশের স্তুপ
গুম হয়ে যাচ্ছে সব লাশ রাতের আঁধারে
লাশের সংখ্যা গুনার সময় নেই
কান্নার আওয়াজ নেই

তুমুল গর্জন
হাতে হাত রেখে, কাঁধে কাঁধে মিলিয়ে
বিপ্লবের  আহ্বান, ছাত্র-জনতার ডাক
স্বৈরাচার নিপাত যাক

প্রতিবাদ, প্রতিরোধে
বুক চিতিয়ে গুলির আঘাতে
বুলেট বিদ্ধ মৃত্যুতে
ছাত্র জনতার জোটবদ্ধ শক্তিতে
টেকনাফ থেকে তেতুলিয়ার আন্দোলনে

আত্মসমর্পন
ইতিহাস সাক্ষী রইলো, ৫ অগাষ্ট, ২০২৪,
স্বৈরাচার হাসিনা সরকারের পতন
অবশেষে প্রতিবেশী দেশে পলায়ন

আগষ্ট ৫, ২০২৪ রাত ১১ট
মিরপুর, ঢাকা

[নোটঃ বাংলাদেশে বর্তমান চলমান বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে, ছাত্র-জনতা বনাম স্বৈরাচারী সরকার, অস্থির এক সময়ে, লাশের স্তুপ মনকে নাড়িয়ে দিচ্ছে সারাক্ষন, প্রতিবাদে প্রতিবাদে সামিল হয়ে দিন কাটছে, অনুভূতি দারুনভাবে মর্মাহত]