চলে যেতে চাইলে
যেতে দাও
অলিখিত বাঁধনটা খুলে দাও
অদৃশ্য সম্পর্কটা নিজের ভেতর লুকিয়ে রাখো
চলে গিয়ে সুখী হতে চাইলে
বাধা দেয়ার ভাবনা বাদ দাও
সুখ অন্বেষণ মানুষের
মানবিক দাবী
জীবনের প্রয়োজন
তার জন্য করতে হয় নানা আয়োজন
তোমায় ভুলে যেতে চাইলে
যতোটা সম্ভব সহায়তা করো,
আরো বেশি করে ভুলে যেতে দাও
হারিয়ে ফেলার বেদনা
অন্তরে থাকুক, মনের গহীনে লালিত হউক
ফিরে আসার আহ্বান জানিও না
তার সুখ বিনষ্ট করার কোন অধিকার নেই তোমার
তার সাথে থেকে নিজের সুখ অপেক্ষা
তাকে সুখী দেখাই উত্তম
সে সুখে আছে
ভাবনাটা গেঁথে রাখো, ভাবতে থাকো
তার সুখের প্রতিটিক্ষন
তোমার অবদানবিহীন তার সুখের অবগাহন
ভুল করেও ভেবো না
সে ভালো নেই
তার ভালো থাকার মানচিত্রে তুমি নেই
ছিলে না কখনোই
নিজেকে ফেরারী ভাবতে তোমার আর
কোন বাধা নেই
আগষ্ট ১, ২০২৪ সকাল ১১টা
বনানী, ঢাকা