তুমি চলে গেছ, যেতেই পারো
দরোজাটা খোলা রইলো, যেন ফিরে এলে
আমার ভূবনেই বিচরন করো
অতীত ভুলে গেছো, ভুলতেই পারো
সব স্মৃতি ধরে রেখেছি, যেন ফিরে এলে
আবার শেষ ত্থেকে শুরু করো
আর মনে পড়ে না আমায়, হতেই পারে
আমি এখনো আছি, যেন ফিরে এলে
দেখতে পাও, তোমার সব স্মৃতি আমার নীড়ে
নুতনের মোহে ভেসে গেছো, যেতেই পারো
ভালোবাসা জিইয়ে রেখেছি, যেন মোহ কেটে গেলে
ভালোবাসায় আমায় সিক্ত করো
ভুলটা ভুল করেই করেছো, হতেই পারে
ভুল মার্জনার ইচ্ছে নিয়ে আছি, যেন ফিরে এলে
আত্মগ্লানিমুক্ত তোমায় পাই ফিরে
জুলাই ৩০, ২০২৪ সকাল ১১টা
বনানী, ঢাকা