একাকীত্তের পাড়ায়
বিশাল একটি প্লট কিনেছি
মন খারাপের লনসহ বাড়ি করেছি
যতোক্ষন বেচে আছি, এখানেই থাকবো ভাবছি
এখন আমি ভালোই আছি

কিছুদিনের জন্য
কেউ কেউ বেড়াতে আসে; ঘুরে বেড়ায়
আমার সাথে খেলে, উচ্চ স্বরে হাসে;
আবার চলেও যায় হুট করে
আমি থেকে যাই, আপন নীড়ে

এখানে 'নাই' গুলো সব
কেমন করে যেন উধাও হয়ে যায়
দীর্ঘশ্বাসের বাতাসে ওড়ে
আপন মনে পোড়ে
বিষ্ময় নিয়ে দিন উদযাপন করি; এই নীড়ে

নানাজন বেড়াতে আসে
একেকজনের উদ্দেশ্য ভিন্ন
কেউ বা আসে দ:সময়কে পাড়ি দেবার জন্য
কেউ বা হাসিতে অনন্য
আবার কেউ আসে, নিজে খুব বিষন্ন

এখানে বিষন্নতার প্রাচুর্য রয়েছে
ভালোবাসায় পোড়ানো ক্ষত আছে
পেয়েও হারাবার যন্ত্রনা আছে
না পাওয়ার কষ্টও আছে
সব দিয়েও কেড়ে নেয়ার কেউ তো আছে

একাকী মানুষেরা ভীড় করে
সুযোগের অপেক্ষায় থাকে
সময়ে কেটে পড়ে
এখানে নিশ্চয়তা খোজে
নিজের মতো না পেলে, মগজে নানা কথা আজে বাজে

জুলাই ২৭, ২০২৪ সকাল ১১টা
রিং রোড, ঢাকা