আমার খুব ভয়
যারা মূহুর্তবাদী, বর্তমানবাদী
মূলত তারা হয় প্রচন্ডরকম ভোগবাদী
তারা সময়কে ভোগ করে
জীবনকে উদযাপন করে
সম্পর্কের নিংড়ানো রস অবগাহন করে
বর্তমানের কোন অস্তিত্ত্ব তৈরী হয় না
অতীতের সূত্র ছাড়া
ভবিষ্যত নির্মান হয় না, বর্তমান হারা
তিনটি কালের যোগসূত্রে জীবন
বর্তমানবাদীদের, কেবল মুহুর্তটুকুই আপন
বাকীসব ভাবনা, উদযাপনে সময় ক্ষেপন
বর্তমানবাদীরা সংশয়বাদীও হয়
প্রয়োজনে অতীতকে কাছে টেনে নেয়
জন্মদিন অতীত সূত্রের হলেও, উদযাপনে ব্যস্ত রয়
মায়ার বাধনের অতীত
মলিন হয় না স্মৃতিপটে
স্বার্থহীন পেছনের কথা, ভুলে যেতে পারে বটে
বর্তমানবাদী দর্শন
ভোগবাদের চূড়ান্ত দর্পন
নিজের অস্তিত্ত্ব বিকিয়ে বর্তমানকে যাপন
জুলাই ২৫, ২০২৪ সকাল ১১টা
উত্তরা, ঢাকা