তুমিই একদিন
ডেকেছিলে আমায়
স্বতঃস্ফর্ত আহবানে, অকৃত্তিম হাসিতে
তখনো বুঝিনি
মন খারাপের ফাঁদ পেতে রাখবে
ক্ষুধার্ত শকুনকে সঙ্গী করে
তখনো দেখিনি
তোমার হিসেবের কৌশলী খাতা
যেখানে অংকের ফলাফল লিখা ছিল “বিষন্নতা”
এখনো জানতে চাই না
কতটে পেলো পরিকল্পিত ভাবনার পূর্ণতা
সমাপ্ত হলো কি ভেতরের নির্জনতা??
সকল প্রশ্নের উত্তর
সময়ের কাছেই থাকে
সিদ্ধান্তের ফলাফল ছড়িয়ে থাকে, জীবনের বাঁকে বাঁকে
জুলাই ১৩, ২০২৪, রাত ১১টা
মিরপুর, ঢাকা