১২১৬
তোমার সব অভিযোগুলো
কাফনের কাপড়ে লিখে
আমায় উপহার দিও

এই জীবনে আর হলো না;
পরকালে অভিযোগগুলো
অভিমানে রূপান্তর করবো

অনন্ত যাত্রার আগে
কাফনের কাপড়টা হাতে নিয়ে এসো

জুলাই ১৩, ২০২৪ সকাল ১১টা
মিরপুর, ঢাকা

১২১৭
কারন
এরপর, তোমাকে আর কী বলা উচিত
জানা নেই আমার

তোমার চলে যাবার
পরও, আমাদের
মানবীয় আচরণ অক্ষুন্ন থাকুক

কালে ভদ্রে দেখা হলেও
চেনা জানাটা
একেবারেই অচেনা না হয়ে উঠুক

জুলাই ১৩, ২০২৪ সকাল ১১টা
মিরপুর, ঢাকা

১২১৮
হঠাৎ তোমার সাথে
দেখা হলো
অ নে ক দিন পর

হৃদযন্ত্রের হৃদকম্পনটা
মেপে দেখার ইচ্ছে হোল খুব
অথচ, স্মৃতিতে আটকে রইলাম দীর্ঘক্ষণ

তোমার কথাগুলো
তামিল ভাষার মতো লাগলো
কিছুই বুঝলাম না

বদলে যাওয়া মানুষের
ভাষাও বদলে যায়

জুলাই ১৪, ২০২৪ সকাল ৭টা
মিরপুর, ঢাকা

১২১৯
একটি বেওয়ারিশ
চুম্বনের সাথে পরিচয় ছিল আমার
সখ্যতাও ছিল

আচমকাই
বেওয়ারিশ চুম্বনটি
নিজের ঠিকানা খুঁজে পেলো

স্থায়ী ঠিকানা পেয়ে
উল্লসিত চুম্বনটি
উষ্ণতার সর্বোচ্চ স্তরে পৌঁছে গেল

একটি বিষ্ময়
সময়ের ডায়েরীতে লিখা রইলো

জুলাই ১৩, ২০২৪ সকাল ১১টা
মিরপুর, ঢাকা

১২২০
অথচ
আস্ত একটা জীবন, সেই পঁচিশ থেকেই
ভুলে ভুলে ভরাট হয়ে গেছে

পঞ্চাশে
আবার ভুল হলো

আর ভুল শোধরানোর
ইচ্ছে নেই
ভুলকে সাথে নিয়ে সেঞ্চুরিয়ান
হবো হয়তো…

জুলাই ১৩, ২০২৪ সকাল ১১টা
মিরপুর, ঢাকা