১২১১
জেতার জন্য চেষ্টা লাগে
প্রশিক্ষণ লাগে
হেরে যাবার জন্য কোন প্রশিক্ষণ
দরকার হয় না

ইচ্ছে করে হেরে যাবার জন্য
অনেক বেশি প্রশিক্ষণ দরকার হয়
পরিশ্রম করতে হয়
কষ্ট গিলে ফেলতে হয়

তোমার জেতার জন্যই
আমাকে হেরে যেতে হোল

তোমার সুখের জন্যই
আমাকে হারিয়ে যেতে হোল

জুলাই ৯, ২০২৪ বিকেল ৫টা
হোটেল প্যারাডাইস ইন্টারন্যাশনাল, জয়পুরহাট

১২১২
অমীমাংসিত প্রশ্নের কোন
উত্তর নেই
যোগসূত্র খুঁজে পাওয়া যায় না
আয়ু শেষ হবার আগে স্বীকারোক্তি
পাওয়া যেতেও পারে

কামের গভীরে ঝলসে ওঠে
আকাঙ্ক্ষার বিচ্ছুরণ
জেগে জেগে পাহারা দেয় কর্ষিত ভূমি
ঘন অন্ধকারে
তীব্র যৌনতার ইশারায়, মগজ থেকে
স্মৃতিগুলো পালিয়ে বেড়ায়

জুলাই ৯, ২০২৪ রাত ১১টা
হোটেল প্যারাডাইস ইন্টারন্যাশনাল, জয়পুরহাট


১২১৩
ওদের শরীর থেকে
তামাটে ঘাম ঝরছে, লিখা হচ্ছে
নুতন কোন ইতিহাস
একটি দীর্ঘশ্বাস সাক্ষী হয়ে আছে

প্রতিটি ক্লান্ত রাত্রি
জড়িয়ে থাকে উত্তেজনার উষ্ণতায়
মানব মানবীর বুকে ফিসফিসে
ছড়িয়ে থাকে মায়াময় শব্দগুচ্ছ

দীর্ঘশ্বাসের মাত্রা বাড়ে
গভীরতাও বাড়ে……

জুলাই ৯, ২০২৪ রাত ১১টা
হোটেল প্যারাডাইস ইন্টারন্যাশনাল, জয়পুরহাট

১২১৪
তোমার উপস্থিতি
আলোর মতো ছায়া দিয়ে উচ্ছলতা তৈরি করে
কোথাও আবার
বেদনার তরঙ্গ তোলে

তুমি কাছে থেকেও
দূরে চলে যাও
দহনের ছায়া ফেলে
চেনা চিহ্ন রেখে অচেনা হয়ে ওঠো

তুমি দূরে চলে যাও
আত্মার কাছে থেকে,নিঃসঙ্গতার ছায়া হয়ে

জুলাই ১২, ২০২৪ সকাল ১১টা
মিরপুর, ঢাকা

১২১৫
পৃথিবীতে
কোন মানুষই এতো ব্যস্ত থাকে না
তুমিও ছিলে না

উপেক্ষার আড়ালে থাকে
আদতে, ব্যস্ততার মোড়ক

আমি অপেক্ষায় ছিলাম
ব্যস্ততা শেষ হবে একদিন

ছিল না গুরুত্ব
তাই বেড়েছিল দূরত্ব

অপেক্ষাটা শেষ হয়নি, হবেও না আর কোন দিন

জুলাই ১৩, ২০২৪ সকাল ১১টা
মিরপুর, ঢাকা