অবশেষে নিজের কাছে
ফিরে আসলাম
নিজেকে দেখতে শুরু করলাম
নিজেকেই ভালোবাসতে শুরু করলাম

মানুষের কাছে থাকে, কিছু
কৃত্তিম হাসি, আর
পারস্পরিক পিঠ চুলকে দেয়ার যাদুকরি কাঠি
মানুষের আর কোন ক্ষমতা নেই

কথা ছিল
মানুষ হবে মৌমাছির মত
কেননা
মানুষ মাছির চেয়েও দুর্বল

মানুষের কাছে প্রত্যাশা
অরণ্যে রোদন মাত্র
মানুষ যতোটা সবার্থপর
ততোটাই অকৃতজ্ঞ

জুন ২৯, ২০২৪, ভোর ৬টা
মিরপুর, ঢাকা