আমি কেন ক্রমাগত
আলোর জাদু বন্যায় শিহরিত হই
দেখে ফেলি প্রতিফলিত আলোয়
মেকি দৃশ্যাবলি
আমি কেন চোখের দৃষ্টিতে
আসক্ত হয়ে যাই
দেখে ফেলি দৃষ্টির আড়ালে
অপেক্ষারত ভিন্ন দৃশ্যাবলি
আমি কেন কথার মোহে
প্রেমে পড়ি বারবার
দেখে ফেলি
লুকিয়ে রাখা অঙ্কের হিসেবের খাতা
আমি কেন বার বার
ফিরে যাই তীব্র আকর্ষণে
জেনে ফেলি
প্রত্যাশিত মানুষটি আমি নই
আমরা সব সময় ভুল মানুষকেই
পছন্দ করি
ভুলে ভুলেই সময়ের অপচয় করি
ফিরে আসি নিজের আছে, দহনে পুড়তে থাকি
জুন ২৯, ২০২৪, ভোর ৬টা
মিরপুর, ঢাকা