আমি এখন আর
অপেক্ষা করি না
প্রত্যাশাও করি না
কোন কিছুই
মনে নিই না
যতোটা সম্ভব মেনে নিই
জীবনের আর আছে
কতোটা বাকী?
পড়ন্ত বিকেলে দাঁড়িয়ে
যে যার মতো
পুরোটা জীবন কেটে গেল
ভুলে ভুলে
হারানো ব্যাথাটুকু
মুহুর্তেই ফেলি গিলে
একই আঘাত
আবার ঘুরে না আসুক
শেষ সময়টুকু
স্থিরতা, নীরবতা আর ধ্যানেই কাটুক
জুন ২৭, ২০২৪, ভোর ৬টা
মিরপুর, ঢাকা