মানুষের ঢল নেমেছে
মৌনতার মিছিলে

চড়ুইভাতি খেলা শেষে
মৌনতায় ফিরে আসা

চোখে স্বপ্নের ঝিলিক
বুক ভর্তি আলো
অথচ, অন্তরে মৌনতা

বৃষ্টির জলে শুকনো পালক
ভিজিয়ে, ক্লান্ত মানুষ
হয় নীরবতার সাক্ষী
অবশেষে মৌনতায় আশ্রয়

অনিবার্য আহার
মৌনতার ক্ষুধা, সুখের প্রাসঙ্গিকতা
দিন শেষে মৌনতায় প্রাপ্তি

খন্ড খন্ড মেঘের টুকরো
প্রশান্তির ছায়া ঘেরা
একটি তীব্র হুইসেলে
মৌনতার অপেক্ষা

মৌনতায় অশান্তি
মৌনতায়ই প্রশান্তি

জুন ২৮, ২০২৪, ভোর ৬টা
মিরপুর, ঢাকা