মূহুর্তবাদ
১
দীর্ঘ একটি মিথ্যের
গুহায় ভ্রমনরত ছিলাম
অথচ
ললাটে অপরান্থের রেখা ছিল স্পষ্ট
গভীর ও প্রগাঢ়
ভালোবাসার বসতিতে
ঘুণাক্ষরেও ইতিহাস প্রবেশ করে না
অজ্ঞাত রোগে আক্রান্ত থাকে কথাগুলো
একটি প্রশ্ন একে দিই
সত্যবাদী পুস্তকের কভার পেজ এ
জুন ২৪, ২০২৪ ভোর ৬টা
মিরপুর, ঢাকা
২
অস্পষ্ট উচ্চারণে
সরি কখনো বা দুঃখীত
আমি কোন রেসপন্স করি না
বুঝে উঠতে পারি না
বিধিসম্মত আচরণটা কেমন হওয়া উচিৎ
রাত ঠিক ১২টায় ভাবতে থাকি
আগামীকাল আমার
ব্রেকফাষ্ট কেমন হবে? রাঙা ঠোটে
চিকন হাসি? নাকি
মধ্যরাতের উদ্দ্যম খেলায় ক্লান্ত বিধবস্ত চাহনী?
আমি বিব্রতবোধ করি
অথচ, অপেক্ষা করি
জুন ২৩, ২০২৪ রাত ১২টা
মিরপুর, ঢাকা
৩
মুহুর্তে মিথ্যে হয়ে যেতে পারে
একটি নিরেট সত্য
কবিতা পাঠ হয়ে যেতে পারে
অনুশাসনের মূল মন্ত্র
চোখের পলকে বর্তমান
হয়ে যায় অতীত
তবে আর হা হা কার কেন?
কেনই বা ভবিষ্যত নিয়ে এতো গর্ব?
মূহুর্তবাদী, বর্তমানবাদী
তোমায় নমস্কার!
জুন ২৩, ২০২৪ রাত ১২টা
মিরপুর, ঢাকা
৪
বিগত সম্পর্ক
মমি করে রাখার মধ্যে গৌরব নেই
সব ইতিহাস সংরক্ষনেরও প্রয়োজন হয় না
তবুও রাখে কেউ কেউ
সুবিধে আছে কিছু
সর্বশেষ ভালোটুকু মমির ভেতর থেকে যায়
পরিবর্তিত স্বার্থপরতা, রূপকতা
মমিতে থাকে না
যে যেতে চায়
যেতে দাও
চাইলে স্মৃতির মমি করে রাখো
একদিন মমির ভেতরটা দেখতে হতে পারে
অ নে ক দিন পর..
জুন ২৩, ২০২৪ রাত ৯টা
মিরপুর, ঢাকা
#টুকরো_ভাবনা_প্রতিদিন