এখানে, নিঃসঙ্গতার সমারোহ
ভালোবাসার প্রাচুর্য
পেয়ালা ভর্তি দহন
পারস্পরিক যোগাযোগহীন জীবন।

এখানে, বিপন্ন বিষাদমাখা
মৃত্যুর রেখাচিত্র
উপলব্দিবিহীন আয়ুরেখা
তবুও, সাহসী ক্যানভাসে জীবনবোধ।

এখানে, লাল রঙ এর
রক্তক্ষরনের দৃশ্য আকা
ঠোটে উষ্ণতার আহব্বান
অভিশাপের ক্রন্দনে চিত্রকলা গ্যালারী।

এখানে, মানবমন নিদ্রামগ্ন
হৃদয় আপেলবৃক্ষের মতো ফলভারে নূজ্জ্য
রাতের গভীরতায় উদোম নৃত্য
মাকড়সার জালে সময় আবদ্ধ।

এখানে, প্রকাশিত শব্দেরা অপ্রকাশিত
কথার ভারে ভারাক্রান্ত সুখ
আচমকা দৃশ্যমান দীর্ঘক্ষতের অসুখ
তবুও সম্ভাবনা, যখন খোলা থাকে জরায়ু মুখ।

জুন ২০, ২০২৪, ভোর ৬টা
মিরপুর, ঢাকা