বিভ্রান্তি


"চলো বিয়ে করে ফেলি"
একপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত
অন্য পক্ষ থেকে মতামতের অপেক্ষা

"বিয়ে করে ফেলেছি"
দু'পক্ষের সম্মিলিত সিদ্ধান্ত
সর্বোচ্চ পচ্ছন্দের এবং নির্বাচনের ফলাফল

দুটো প্রেক্ষিত
তিন জন মানুষ

তিনটি অনুভূতির
দুটির সম্মিলন, উদযাপন এবং উপভোগ
অন্যটি একাকী...

জুন ১৭, ২০২৪ রাত ১১টা
মিরপুর, ঢাকা


জীবন্মৃত মানুষের লাশ
কতোটা অসহায়
একবার দেখে যেও
পাহাড়ায় রেখো

তোমার সুখের
উচ্ছিষ্ট সময়ে, উদ্ধবৃত সুখের উদ্ভ্রান্তে
একবার এসো
আমি অপেক্ষাতেই আছি

জুন ১৪, ২০২৪, সকাল ১১টা
মিরপুর, ঢাকা


আমার
না পাওয়ার কষ্টটা
তোমায় আনন্দে ভরে রেখেছে

আমার
হারিয়ে ফেলার বেদনাটা
তোমাকে সুখী করে তুলেছে

আমার
মরিচীকার পেছনে ছুটে চলাটা
তোমাকে জয়ী করে দিয়েছে

আমার ভালো না থাকাটা
তোমার সুখের ভেতর লুকানো রয়েছে

আমি ফিরে গেলাম নিজের কাছে

জুন ১৪, ২০২৪, সকাল ১১টা
মিরপুর, ঢাকা


মন খারাপের অসুখটা
পিছু ছাড়ছে না কিছুতেই

মন খারাপের সাথেই
প্রতিদিনের যাপন
মনটাই শত্রু, মনটাই আপন;
মনের সাথেই কথোপকথন
এখন, তখন
মন-অসুখের সাথেই রাত্রিযাপন

প্রশ্নগুলো মনের কাছে
অভিযোগ, অভিমান, বিভ্রান্তি
সময়ে সাথেই চলে পিছু পিছু
গল্পের পেছনে থাকে, অন্য গল্প
অজানা কতকিছু!!

মনের অসুখটা ছাড়ছে না কিছুতেই
আমারই সাথে, প্রতিনিয়ত পিছু পিছু

জুন ১৪, ২০২৪, সকাল ১১টা
মিরপুর, ঢাকা


আমরা অনেকেই
কি খুঁজি সঠিকভাবে জানি না
অজানার খোঁজেই
জীবনের পুরোটা কাটিয়ে দিই
অবলীলায়

আফসোস হয় অথচ উপায় থাকে না

চলেছি নদী পেরিয়ে
পাহাড় ডিঙ্গিয়ে
আকাশে উড়ে

আদতে পুরো জীবনে
কিছুই দেখিনি, কিছুই শিখিনি

এটাই জীবন!!

জুন ১৭, ২০২৪, রাত ৮টা
মিরপুর, ঢাকা