দহন
১
প্রতিদিন অতীত এসে
ঢুকে পড়ে
বর্তমানের ভেতর
স্মৃতিগুলো লুকিয়ে রাখতে চাই, নিস্তব্ধতার মোড়কে
খুব ভোগায়, প্রতিদিন, বারবার,
ক্ষণে ক্ষণে
দিনের ক্ষমতা নেই
রাতকে আলতো করে ছুয়ে দেয়া, রাতের
ইচ্ছে থাকে না দিনের শরীর ঘেষে শুয়ে থাকা
অথচ
স্মৃতিগুলো সীমারেখা অতিক্রম করে চলেছে
প্রতিদিন
জুন ১৬, ২০২৪ সকাল ৭টা
মিরপুর, ঢাকা
২
এখানে নিস্তব্ধতার
সমাহার
ওইখানেই উল্লসিত মধ্যরাতের
নৃত্য
দুটোই বিভৎস!
কিংবা দুটোই বাস্তবতার চাহিদা মাত্র
শরীর ও মনের সর্বোচ্চ অনুভূতির
কম্পন!?!?
জুন ১৬, ২০২৪ সকাল ৭টা
মিরপুর, ঢাকা
জুন ১৬, ২০২৪, সকাল ৭টা
মিরপুর, ঢাকা
৩
একটি অহংকারী মচমচে
পদক্ষেপ
শান্ত বনভূমিকে সন্ত্রস্ত করে ফিরে গেছে
নিজ ভুবনে
সতর্ক করে দিয়েছে প্রত্যাশার চোরাবালিকে
শরীরের তামাটে ঘামে
প্রতিদিন উল্লসিত হতে হতে
ইতিহাসের পুনরাবৃত্তি
লিখতে হলো নিজ হাতেই
জুন ১৬, ২০২৪ সকাল ৭টা
মিরপুর, ঢাকা
৪
বিষাদের দেহ ফেটে
বীজ ছড়িয়ে পড়েছে
প্রতিদিন এক্টূ এক্টূ করে বেড়ে উঠছে
দহনের মহিরুহ গাছ
গাছের ছায়ার অনেকের
আশ্রয় মিলবে হয়তো
নিঃশ্বাসের অভাবে গাছটিও মারা যাবে
একদিন
বিষাদের কি হবে??
উৎসমূল কি কখনো জানতে পারবে
গাছের মৃত্যুর খবর??
জুন ১৬, ২০২৪, দুপুর ৩টা
মিরপুর, ঢাকা
৫
এখনো ঘৃণা পুষে রেখেছো??
ভুল করে পাপ করলে
ঈশ্বর, ক্ষমা পাবার ব্যবস্থা রেখেছেন
ভুল করে ভালোবাসলে
তার কোন ক্ষমা হয় না
প্রায়োশ্চিত্তের সমাধিতে যেতেই হয়
আমি সে পথেই এগোচ্ছি
ঘৃণাটুকু মুছে ফেলো প্লিজ
জুন ১৬, ২০২৪, দুপুর ৩টা
মিরপুর, ঢাকা
#টুকরো_ভাবনা_প্রতিদিন