ঘুড়ে দাঁড়াও
১
ভালোবাসা ফেরত আসতে পারে
দু’যুগ পরে, কিংবা
দু’বছরে পরে
প্রস্তুতি রেখো
ঘুরে দাঁড়াও
ভালোবাসা এবং সম্পর্ক
দুটোই ভঙ্গুর অনুভূতি
জুন ১৪, ২০২৪, সকাল ৭টা
মিরপুর, ঢাকা
২
পানিতে টুকরো টুকরো ইটের কণা
নিক্ষেপ করলে
ছোট ছোট ঢেউ তৈরি হয়
ধীরে ধীরে ঢেউগুলো কাছে আসে
প্রতিটি শব্দে ঢেউ আছে
প্রতিটি কথার
আচরণের
মুর্খতার
অপমানে
অকৃতজ্ঞতার ও……
ঢেউগুলো ফিরে আসবেই
আজ নয়তো কাল
ঘুরে দাঁড়াবার প্রস্তুতি রেখো
জুন ১৪, ২০২৪, সকাল ৭টা
মিরপুর, ঢাকা
৩
দীর্ঘদিন পর
পড়ন্ত বিকেলে, খোলা আকাশের নীচে
একটি খাল পাড়ে বসেছিলাম
ঘোলাজলে এতো বোবা কান্না
লুকিয়ে থাকে কেন?
অপরিচিত মানুষ পাশ দিয়ে হেটে যাচ্ছিল
কান্নাগুলো আকাশের মতোই জমাট
মানুষ কি কান্না ছাপিয়ে ঘুরে দাঁড়াতে পারে?
ঈশ্বরের কি কান্না পায়!!
জুন ১৪, ২০২৪, বিকেল ৫টা
মিরপুর, ঢাকা
৪
ভালোবাসা ফিরিয়ে দিলে
দুঃখ করো না
লুকিয়ে রেখো মনের গহীনে
প্রতিদিন স্মরণ করো
ভালোবাসার শক্তি এবং
ধবংস, দুটোই আছে
সিদ্ধান্ত তোমার নিজের
শরীর এবং ভালোবাসা
গুলিয়ে ফেলো না
কাছে থাকা এবং কাছে পাওয়া
সম্মোহনে হারিয়ে যেও না
ভালোবাসার কণার কণায়
নিজেকে খুঁজে পাবে
উজ্জীবিত হবে
যদিও সে রয়ে রবে অনেক দূরে
জুন ১৪, ২০২৪, বিকেল ৫টা
মিরপুর, ঢাকা
৫
তুমি আমার
অভিমানের রঙ বুঝতে পারোনি
অভিযোগ ভেবে
অতিষ্ট হয়েছো, ক্ষুব্ধ হয়েছো
তুমি আমার
কাছে থাকার আকাঙ্ক্ষা বোঝনি
ব্যস্ততার অজুহাতে
দূরে থেকেছো
আমি কিন্তু অপেক্ষাতেই ছিলাম
ঘুরে দাড়াবার চেষ্টা করছি!!
জুন ১৪, ২০২৪, রাত ১২টা
মিরপুর, ঢাকা
#টুকরো_ভাবনা_প্রতিদিন