বদলে যাবার আগে
চিরতরে হারিয়ে যাবার আগে
জানালার ফাঁক দিয়ে
আরো একবার তাকিয়েছিলাম;
রাস্তাটা
হতাশার খাঁচার মতোই
তীব্র এক বেদনায়
যেন বা একটি কাতর সাপ, একটি বেওয়ারিশ লাশ
একাকীত্বের জানালা ভেদ করে
সুর্য্যের আলো
কিছুটা আলোকিত ছিলো
আচমকা, এক ঘটনা শুনে বিষ্ময়!!
তখনো সত্যটি ছিল অবিশ্বাস্য!?! অথচ চিরন্তন সত্য
মরীচিকার পেছনে ছোটার মতোই
বিভ্রান্ত মন
তখনো অপেক্ষায় থাকা, অহেতুক;
তীব্র দহন আর অযাচিত প্রত্যাশা, দুটো নিয়েই
নির্মোহ সময়ের উপেক্ষায়
সজ্ঞানেই একটি সিগারেট ধরাই
বাকীটা সময় ধোয়ায় আচ্ছন্ন থাকুক
কারোরই কোন ক্ষতি হবে না
আমারও না
ঈশ্বরের ক্ষতি হবার কোন প্রশ্নই আসে না।
শুধু আন্তরাত্মা কেঁপে উঠবে ক্ষণে ক্ষণে
কিছু স্মৃতি তাড়িয়ে বেড়াবে
সময়কে কুঁড়ে কুঁড়ে খাবে,
দংশন করবে প্রতিনিয়ত
একটি দীর্ঘশ্বাস পকেটে নিয়ে ঘুরতে হবে
একটি ক্ষত বয়ে বেড়াতে হবে
আজীবন......
কষ্টের এক পাহাড় সরিয়ে
ওপারে যেতে হবে
নিজের ভেতরেই পরিবর্তন করতে হবে
এটুকুই যা ক্ষতি!!!
এটূকুই নিতে হবে প্রস্তুতি!?!?
মে ২৬, ২০২৪ বিকেল ৫টা
কাশীপুর, নারায়নগঞ্জ