আমি জানি
তুমি আমায় ফোন করবে না
অথচ, অপেক্ষা করি

অপেক্ষাগুলো আরো অপেক্ষা
উৎপন্ন করে
অপেক্ষার আলমারীতে থরে থরে
সাজানো থাকে

অপেক্ষার মোহগুলো জেগে থাকে
কাক ঢাকা ভোরে
মধ্য দুপুরে
পড়ন্ত বিকেলে, গাঢ় অন্ধকার রাত্রিতে
সময়ের পলকে, ক্ষণে, মুহুর্তে…

আমি অপেক্ষা করি
ঘুরে দাঁড়িয়ে থাকার জন্য
টিকে থাকার চেষ্টা করার জন্য
নুতন উদ্দ্যমে আরো
অপেক্ষার জন্য

আবারো অপেক্ষা
আবারো…

জুন ১৪, ২০২৪ সকাল ৭টা
মিরপুর, ঢাকা