১১৯৬
তীব্র আকর্ষনের ভেতর
সন্দেহের বীজ বপন করে
ইবলিশ
মানুষ পরাজিত হতে হতে
হেরে যায়
বশ্যতা স্বীকার করে সময়ের কাছে
আজকাল, পুজির বাজারে
সবই বিক্রয়যোগ্য পণ্য
কেউ কেউ সফল হয় সঠিক বিপনন দক্ষতায়
এখানে পণ্য ছাড়া অন্য কিছুর
সমাদর থাকে
বাহবাও থাকে;
গোপনে তিরস্কার চলে নিত্যপাকে
জুন ১২, ২০২৪ সকাল ৭টা
মিরপুর, ঢাকা
১১৯৭
মানুষের অন্তরে বাসনা
ঘরে ফেরা;
অনিবার্য আহারেই সুখ
নীরবতা ভাংগে রাতের আঁধারে
শুকনো পালক ভেজানোর
চিরন্তন বাসনায়
বৃষ্টির পানিতে ভেজে
কখনো কখনো
মৌনতার বরফেও জ্বলে ওঠে আগুন
জুন ১১, ২০২৪ রাত ১০টা
মিরপুর, ঢাকা
১১৯৮
একদিন বিকেলে
জানতে পারি
আমার পবিত্র অনুভূতি ছিনতাই
হয়ে গেছে
অন্যের সমর্থনে এবং অভিবাদনে
শুনতে পাই নীরবতার গভীরে
বেদনার সুর
নীলাভ কষ্টের নির্জন রাত্রিগুলো
আমার সাথেই ঘুমায়
স্নায়ুতে স্নায়ুতে নীলকন্ঠের দেবতারা ছড়িয়ে পড়ে
মে ২৬, ২০২৪ রাত ১২টা
মিরপুর, ঢাকা
১১৯৯
গতকালকের বিকেলটা
মরে গেছে
কুকুরের মতো বেওয়ারিশ লাশ হয়ে পড়ে আছে
আমারই শরীর ঘেঁষে
টগবগ করে ফুটছে
কেটলীতে বসানো চা
হৃদয়ের অলিতে গলিতে
মস্তিস্কের গভীরে রক্ত ক্ষরণে
আমি কি এখনো বেঁচে আছে!!
মে ২৭, ২০২৪, ভোর ৬টা
মিরপুর, ঢাকা
১২০০
বিষন্ন জলের গান শুনি
মধ্যরাতে
আরো একটি মুমূর্ষ বিকেল এলো
প্রতিদিনই আসবে……
হঠাৎ করেই
পড়ন্ত বিকেলটা হিংস্র হয়ে উঠলো
শান্ত থাকার কথা ছিল
নির্বোধ পিপাসা নিয়ে
ফিরে গেলে
অথচ, হাতের কাছে জলাধার ছিল
বরফ ঠান্ডা জলে তৃষ্ণা মিটতো অনায়াসে
মে ২৭, ২০২৪, বিকেল ৫টা
মিরপুর, ঢাকা