১১৮৬
এক জীবন কেটে গেল শূন্যতায়
শুধু অপেক্ষা আর অপেক্ষায়

পড়ন্ত বেলায়, জিজ্ঞেস করি নিজেকে
কোথায় ভুল হলো, জীবনের কোন বাকে

উত্তরহীন সময়টা শুধু মুচকি হাসে
আমি চলি, নি:সীম অন্ধকারে ভেসে

মে ১৫,  ২০২৪ রাত ৮টা
মিরপুর, ঢাকা


১১৮৭
বিকেলটা ফুরিয়ে গেছে
সন্ধ্যে এখনো নামেনি
রাতের অন্ধকারের এখনো অনেক বাকী!!

আরো একটি
কাক ডাকা ভোরের অপেক্ষা থাকি
তারপরই উজ্জল দিনের আলো

শেষ পর্যন্ত কি যাওয়া যাবে??

মে ২৪, ২০২৪, রাত ১০টা
মিরপুর, ঢাকা

১১৮৮
আচমকা, সেই তো ফিরে গেলে
তবে কেন ই বা এসেছিলে?
প্রত্যাশার আগর বাতি জ্বেলে
বুকের পাজরটাই পুড়ে ছাড়কার করে দিলে!

যে যায়, সে নুতনে ভাসে,
নুতন করে হাসে
যে থেকে যায়, সে পেছন ফিরে দেখে
গাল বেয়ে পড়া অশ্রু, গোপনে গিলে ফেলে

মে ২৯, ২০২৪ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

১১৮৯
আমি একাকীত্বের পথে হাঁটি
স্মৃতির আলোতে থাকি
স্বপ্নের সন্ধানে নিজেকে রাখি
সবকিছুই শূন্য, যেন শুধুই ধোঁয়াশা

একাকীত্বের মাঝেও খুঁজে পাই
একটি প্রতিচ্ছবি
স্মৃতিরা মিশে থাকে
আমার নিঃশ্বাসের ছায়ায়

জুন ৪, ২০২৪ সকাল ৭টা
মৌলভীবাজার

১১৯০
আমি আর গল্পটা
শুনতে চাই না
চাই না, গল্পটা আমার সামনেই বেড়ে উঠুক
এবার
আমি হারিয়ে গেলেই
গল্পটার সফল সমাপ্তি হবে

জুন ৬, ২০২৪ সকাল ৭টা
মিরপুর, ঢাকা