সারাদিন তোমার সাথে
ভাবনা ভীড় জমায় অন্য ঘাটে
দিনশেষে আত্মসমর্পিত ভিন্ন স্বত্তায়
অনুতপ্তের দহন একক বার্তায়

মধ্যরাত অবধি কথোপকথন
ভেতরে নিশ্চুপ একজন
বিক্ষিপ্ত মন, পেয়েও হারাবার বেদনা
অন্তরায় না পাওয়ার যন্ত্রনা

অহেতুক প্রয়োজনবোধে ছুটে চলা
কথাগুলো আর হয় না বলা
অল্পকিছু হয় মনে নেয়া
অধিকাংশই জবরদস্তি মেনে নেয়া

প্রতিদিন এভাবেই জাবরকাটা
স্মৃতিরোমন্থনে সময় কাটে কিছুটা
ভাবনাতাড়িত শূন্যতায় অর্পিত
যে জীবন হয়নি যাপিত

জুন ৫, ২০২৪ ভোর ৬টা
মৌলভীবাজার