ঘুর্ণিপাক


মিতভাষী তোমার কাছে
ভাষা শিখেছিলাম
সংকেত বুঝিনি, ইশারা জানা হয়নি
বোধের ভুলে, ভাষা প্রায়োগিকতা হারায়

মৃদুস্বরে হয়তো বোকা বলেছো
অসভ্য বলোনি কখনো
বললে ভালো হতো;
অন্তত তোমার সংকেতটা জানা হতো

জুন ৪, ২০২৪, ভোর ৬টা
মৌলভীবাজার


ঈশ্বরের ধমকে
মানুষ ক্ষত নিয়েও পুরো জীবন কাটিয়ে দেয়
অনায়াসে
অথচ, একটু সাহসী হতে পারতো!

চারিদিকে নাভির ঘ্রাণ
অথচ, আকাশের নীচে অনাহার

সেই তো, আদম হাওয়ার গল্প
ঈশ্বর আর ইবলিশের গল্পই
সত্যি হলো!!!

জুন ৪, ২০২৪, ভোর ৬টা
মৌলভীবাজার


প্লিজ
আমাকে বিরক্ত করোনা
আমি ঘুমোতে পারি না
আমাকে দু’ফোটা তরল দাও

ইতিহাসের জানালা
এখনো খোলা রয়েছে
তাকিয়ে দেখি
কষ্টে কষ্টে আকাশটাও বুড়ো হয়ে গেছে

আকাশ থেকে ওরা
বৃষ্টি ছিনিয়ে নেয়
আমার থেকেও নিয়ে নিয়েছে
একটা তাজা প্রান

জুন ৪, ২০২৪, ভোর ৬টা
মৌলভীবাজার


মেঘের প্রতিভাগুলো
বৃষ্টি হয়ে ঝড়ে পড়ে
অথচ; প্রতিভা খরচ না করেই
মানুষের ভালোবাসা পায় বৃষ্টি

অতিথি পাখির গায়ে মাতাল গন্ধ থাকে
নেশাগ্রস্থ হয় মানুষ
মানুষের জ্ঞান কাঁদে নিরুপায় হয়ে
উপায়টা মোহের ফাঁদে আটকে পড়ে

জুন ৪, ২০২৪, ভোর ৬টা
মৌলভীবাজার


ঘর্ষণে ঘর্ষণে বন্ধুর পথ মসৃণ হয়
সম্মোহনে আকাঙ্ক্ষা
অংকুরিত হতে থাকে;
সঞ্চিত অভিজ্ঞতা খেই হারায় ঘূর্ণিপাকে

শূন্যে প্রেম থাকে না
শরীর শিহরিত হলে, মন দ্বিধাগ্রস্থ হয়
মৌনতার আড়ালে
নিরপরাধ ইচ্ছেটার হয় পরাজয়

জুন ৪, ২০২৪, ভোর ৬টা
মৌলভীবাজার

#টুকরো_ভাবনা_প্রতিদিন