দ্বিধা দ্বন্দ্ব
১
মুঠোফোনের কন্ঠ শোনার
অপেক্ষাটা বৃথা
আজকাল মুঠোফোনের
ব্যস্ততা বেড়েছে অনেক
দায়িত্ববোধ বেড়েছে, প্রয়োজন বেড়েছে
দিনেশেষে, মধ্যরাত অবধি অনুরাগ জমা হয়ে থাকছে
মুঠোফোনের স্মৃতিতে ধূলো জমেছে
বেচারা!! স্মৃতি আকড়ে নীরবে কাঁদছে
জুন ১, ২০২৪, ভোর ৬টা
মিরপুর, ঢাকা
২
আরো খানিকটা পথ
এগিয়ে এলেই
স্পর্শের ভাষা শিখে নেয়া যেতো
একটি পিপড়ে প্রতিবন্ধকতা তৈরি করলো
অতঃপর
আমরা ভুলে গেলাম পানযোগ্য
জলের কথা
চুম্বনে চুম্বনে সুখের কথাও
জুন ১, ২০২৪, ভোর ৬টা
মিরপুর, ঢাকা
৩
দৃশ্য ও অদৃশ্যের
বিরামহীন প্রলাপ চলে
নিজেকে প্রস্তুত রাখা হয়
নানা যুক্তিতে, আত্মসমর্পনের ভয়ে
যুদ্ধ শেষে
জয় পরাজয়টা বড় কথা
কৌশলের যুক্তি উপস্থাপনের
দরকার হয় না
সুখ যেমন উদযাপন করতে হয়
কষ্টকেও উদযাপন করা শেখা দরকার
জুন ১, ২০২৪, ভোর ৬টা
মিরপুর, ঢাকা
৪
ক্ষুধার অহংকার জড়িয়ে দেহে
অনেকটা পথ হেটে এলে
অবশেষে ভালোবাসাকে তিরস্কার করে
বাস্তবতার কাছে আত্মসমর্পন করলে!!
তোমার প্রয়োজন পড়লো
একজন পতি দেবতার
অন্যথায় রুদ্ধ হয়ে যেতো
নিশ্চিত সবর্গের দ্বার
জুন ১, ২০২৪, ভোর ৬টা
মিরপুর, ঢাকা
৫
জীবনের অধিকাংশ উত্তাপ
ক্ষয়প্রাপ্ত হয়
অপাত্রে, ভুল যাত্রাপথে
তামাটে হৃদপিণ্ড অতীতে হেঁটে হেঁটে
বর্তমানে আসে
আবারো নির্বোধ আচরণ
জাপ্টে ধরে
ল্যান্ডস্কেপে ভর্তি মানুষ
কোথাও আশ্রয় মেলে না
জুন ১, ২০২৪, ভোর ৬টা
মিরপুর, ঢাকা
#টুকরো_ভাবনা_প্রতিদিন