দহনে দহনে


জলের গভীরে সাতরে সাতরে
দিনশেষে পরিত্যাক্ত অবস্থান!!

মৃত্যুশোক ভুলে থাকার
প্রাকৃতিক নিয়ম আছে
হারিয়ে ফেলার শোকের
একটি মাত্র মেডিসিন

"সময়ের কাছে আত্মসমর্পন"


ট্রেনটি থামিয়ে দিয়ে
মেয়েটিকে বলতে ইচ্ছে করছে

প্রকৃত প্রস্তাবে
ঘুমোতে ঘুমোতে কোথায় যাচ্ছে মেয়েটি

গন্তব্য জানে তো???


বিষন্ন সূর্য্যটাও ডুবে যায়
নি:সঙ্গ
একা

চাদের মায়াবী আলোয়
কোথাও উচ্ছলতা
আত্মার অতলান্তিক অভিমানে
স্পর্শকাতর সময়ের ক্রন্দন অবিরত


স্বপ্নটা দেখেছিলাম
নির্জন এক দ্বীপে বসে

তখন আশে পাশে কেউ ছিল না
অজানা এক ভয়ে
কেউ কারো সাথে কথা বলতো না
দেখাও করতো না

একমাত্র আমি, তুমি
আর স্বপ্নটা ছিলো পাশাপাশি


একটি দপদপে টনটনে
ব্যাথার নীল শিরা উপশিরা
চুপেচুপে ছুয়ে দিয়েই
বর্তমানে বেচে থাকা

মূহুর্তে মিথ্যে হয়ে যায়
দুর্দান্ত দাপুটে অতীত
আগামীর দুশ্চিন্তা মানুষকে
হতবহিবল করে তোলে

মানুষ ভীষন রকমের অসহায় প্রানী
মাছির চেয়েও দুর্বল

মে ৩১, ২০২৪, বিকেল ৪টা
মিরপুর, ঢাকা