বিষাদের ভোর
১
মুগ্ধতার দরোজা
বন্ধ হয়নি, তবে
নিষেধাজ্ঞা জারী হয়েছে কারো জন্য
একজন অবাধ স্বাধীনতা পেয়েছে
ক্লান্তিঘন গভীরতা প্রকাশে
একজন শিল্পী ছবি আকে
স্মৃতির রঙ দিয়ে মমতা মিশিয়ে
মুগ্ধতার দরোজার বাইরে বসে
মে ৩০, ২০২৪ ভোর ৬টা
মিরপুর, ঢাকা
২
পাখির ডানায় মিশে গেছে
ডুবন্ত সূর্য্যের ম্রিয়মান তাপ
দিশেহারা পথে
উড়তে ভুলে যাচ্ছে পাখিটি
সূর্য্যের প্রয়োজন ছিল
রাতের নরম উষ্ণতার ওম
সবাই সবার প্রয়োজন বোঝে
শুধু বোকা পাখিটি বোঝেনি
মে ৩০, ২০২৪ ভোর ৬টা
মিরপুর, ঢাকা
৩
মৃতেরা আকাশ সন্ধান করে
জীবিতেরা সুখ
কেউ জানে না, কি আছে সেথায়
কেবলই সন্ধান করে!!!
প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বড় হয়
বিভ্রমে
প্রত্যাশাকে বড় মনে হয়
মে ৩০, ২০২৪ ভোর ৬টা
মিরপুর, ঢাকা
৪
একটি মাত্র বুলেটে
পাটাতন তছনছ হয়ে গেছে
জলদস্যুর আক্রমনের শিকারে
একজন সুখে আছে, একজন মৃতপ্রায়
অনিবার্য মৃত্যুর দেশে
পাড়ি দেবার আগে
আরো একবার মুখোমুখি
হতে হবে জীবন যুদ্ধে
মে ৩০, ২০২৪ ভোর ৬টা
মিরপুর, ঢাকা
৫
বাতাসের নীরবতার সুযোগে
দোলখায় মানুষের বিবেক
কাকডাকা ভোর যেন বা
পৃথিবীর শ্বাস
অথচ
আমার বিষাদের যাত্রারম্ভ
একদিন তামাদি
করে দিবো সব
পৃথিবীর সমস্ত ঋন, কোমল আকাশ
বিষাদের কারাগার
মে ৩০, ২০২৪ ভোর ৬টা
মিরপুর, ঢাকা