আগামী সপ্তাহে
ফিল্ড ট্রিপে যাবো, ঢাকার বাইরে;
ভাবছি
তোমাকে সাথে নিয়ে যাবো
সব সময় আমার সাথেই রাখবো

একটা সময় তুমি যেতে চাইতে
বার বার বায়না ধরতে
অভিমানে মুখ ঘুরিয়ে রাখতে
বার বার, ইচ্ছেটুকু প্রকাশ করেই যেতে

আমিই নিয়ে যেতাম না
অমূলক আশংকায়, অজানা ভয়ে
সময় তো অনেক পড়ে আছে
এই অভয়ে

তুমি আর যেতে চাও না এখন
ইচ্ছেটুকু মরে যায়নি;
এখনো আগের মতোই উচ্ছলতা আছে
ভ্রমন পিপাসু মনও রয়েছে
কেবল ভ্রমন সংগী পরিবর্তন হয়েছে

সারাদিন কাজ শেষে
তোমার সাথেই হবে কথা
হাতে হাত রেখে ঘুরবো যথা তথা
বলা হয়নি কতো কথা

ভয় পেও না
রাতে এক বিছানায় থাকবো না
আমি জানি
সেটা অশালীন, অশোভন, সামাজিক মানা

সারাদিন তোমারই সাথে অনুভূতিতে রুদ্ধ
রাতে তুমি অনেক দূরে, অন্যের বাহুতে আবদ্ধ
তুমি যখন, উষ্ণনায় উষ্ণতায় তৃপ্ত
আমি তখন একাকীত্বে নি:স্ব

এখন থেকে প্রতি ট্রিপেই
তোমাকে নেবো
অনুভূতিঘন তোমাকে সাথে পাবো
যাবে? এতে কি পাপ হবে?

মে ২৯, ২০২৪ দুপুর ২টা
মিরপুর, ঢাকা