আমি কি
তোমাতে আসক্ত, নাকি
কবিতায়?

তোমাকে ছাড়া, তুমিহীনা
কবিতা লিখা হয় না
লিখতে পারি না

কবিতা ছাড়া
তোমাকেও পাই না
তুমি থাকো কবিতার শব্দের ভেতর লুকিয়ে

কবিতার শরীর জুড়ে
তোমার অস্তিত্ত্ব, প্রতিটি লাইনে তোমার সরব উপস্থিতি
যাকে বলে, বিটুইন দ্যা লাইন

আগে তো
তুমি এবং কবিতা ছিল
দুটো ভিন্ন বিষয়, ভিন্ন অস্তিত্ত্ব, ভিন্ন প্রসঙ্গের

অবিচ্ছেদ্য হলে কবে থেকে
আগে থেকেই, নাকি
সাম্প্রতিক সময়ে??

আমি কি তবে
বুঝতে পারিনি আগে
তুমি ছিলে আমার কবিতার উৎস মূলে?

ইদানিং তুমি
আমায় পাহারা'য় রাখছো
তোমায় নিয়ে কবিতা লিখছি কি না, জিজ্ঞেস করছো

তোমার শাষনে
আমি ভালো আছি,
কবিতা লিখছি,তোমাতেই নিমগ্ন থাকছি
-----
তুমি কি আমার সাথেই আছো
নাকি হারিয়ে গেছো?
কোথা থেকে কথা বলছো??

আমি তবে, এতোক্ষন
কার সাথে কথা বলছিলাম?

ইলুউসন?!?!

মে ২৯, ২০২৪ বিকেল ৫টা
মিরপুর, ঢাকা