আমাদের অন্তরে
আর কোনো কথা নেই
নেই কোনো প্রতিধ্বনি অবশিষ্ট

নৈঃশব্দ্যের ভেতর
আমরা একে অন্যের দিকে
না তাকিয়ে হাঁটছি; সামনে এগোচ্ছি

আমাদের চলার পথে
শিষ্টাচারগুলো আমাদের কাছাকাছি নিয়ে এসেছিল
স্মৃতিগুলো পাল তুলে বাতাসে উড়ছে

একটি দীর্ঘ মুগ্ধতা
নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে এখনো
স্মৃতির তরঙ্গে ভ্রমণ করি; আটকে থাকি

তাকিয়ে দেখি
আকাশে শকুন ওড়ে
রাস্তার সামনেই সেতুটি ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে

মে ২৪, ২০২৪ রাত ১০টা
মিরপুর, ঢাকা