জীবনের
দৈর্ঘ্য বেড়ে যায় মনমরা থাকলে,
আবার, দৈর্ঘ্যটা কমে যায়
নিয়মিত হাসতে জানলে

কারো কারো স্বল্প দৈর্ঘ্যের জীবন পছন্দ,
অনেকটা স্বল্প দৈর্ঘ্যের চলচিত্রের মতো,
অথচ প্রতিনিয়তই দৈর্ঘ্য বেড়ে যায়, নিজের অজান্তে
কিলোমিটার শত শত

জীবনের দৈর্ঘ্যের সাথে
পার্থক্য হতে পারে
ঈশ্বর প্রদত্ত আয়ুর দৈর্ঘ্যে;
আবার, একই ও হতে পারে মন ও মগজে

কেউ কেউ,
দুটোকে মাপতে পারে একই ফিতায়
কেউবা
হিসেবটা কষে ডায়েরীর খাতায়

মানুষের একটাই জীবন
দৈর্ঘ্যে আর প্রস্থে অনেক ব্যবধান
কারো কাছে হিসেবটা অনেক ডাইমেনসন
কেউ ভাবে, শুধুই টিকে থাকার একশন

মে ২২, ২০২৪ সকাল ৮টা
মিরপুর, ঢাকা