এক জীবন কেটে গেল
অনাদরে, অবহেলায়, উপেক্ষায়
ভুলটা হলো কোথায়?
সেই যে শুরুতেই ভুল
তাই, গোটা জীবনে দিতে হচ্ছ
মাশুল
কিছু ভুল শোধরানো যায় না
প্রায়শ্চিত্তের বাইরে আর কিছুই
হয় না
সবাই কি এমন ভুল করে?
জানতে ইচ্ছে হয় না
জেনেই বা কি লাভ
তাও জানি না
মাঝে মাঝে খুব ইচ্ছে হয়
যদি আবার শুরু করা যতো
জীবনের স্বপ্নটা হয়তো পূরন হতো!!
নিজেকে শাস্তি দিই প্রতিনিয়ত
হিসেবটা জানি না
শাসনে রাখতে হবে আর কতো?
মে ১২, ২০২৪, দুপুর ১টা
এয়ারপোর্ট, ঢাকা