১১৭৬
অন্যরা অশ্রু দেখবে বলে
পুরুষরা কান্না গিলে ফেলে
সারাদিন রোদে পুড়ে, ঘামে ভিজে
মধ্যরাতে গোসল করে, কান্নার জলে
গাধার মতো পরিশ্রমে রাজী থাকে
সবার মুখে যখন হাসি মেলে
গোপনে কথা বলে নিজের সাথে
দহন লুকিয়ে রাখে নীল আকাশের নীলে
নিমিষে সব ভুলে যায়
প্রিয়ার ভালোবাসায় সিক্ত হলে
অন্যথায়
জীবন থেকে উৎপাটন হয় স্বমূলে
মে ৭, ২০২৪ রাত ৮টা
মিরপুর, ঢাকা
১১৭৭
পুরানোর বিসর্জনে, নুতনের স্বাগতম
নুতনের সমাপ্তিতে, পুরানোর স্মরণ
পেয়ে গেলে, হারানো হয়
হারিয়ে ফেলে, পাওয়া রয়
ফিরে গিয়ে, ভুলে থাকা রয়
ভুলে গিয়ে, ফিরে আসা হয়
দুটোই সত্য
মুখোমুখী দু'পক্ষ
সময়ের প্রক্ষেপণ মাত্র!!
মে ১১, ২০২৩, সকাল ৯টা
মিরপুর, ঢাকা
#টুকরো_ভাবনা_প্রতিদিন
১১৭৮
একই শহরে থাকি
একই ভাষায় কথা বলি
একই টেবিলে বসে কফি খাই
অথচ, জানা হলো না
চেনাও হলো না, কেউ কাউকে
তবে আর ভাষার দোষ কি?
ভৌগলিক সীমানার মানে কি??
দূরত্ব যেমন অনেক কিছু শেখায়
কাছে থাকাও অহেতুক মন ভোলায়
অজানা অচেনার চাষ চলে প্রতিনিয়ত
কাছে থাকার স্বপ্ন লালিত
চলো তবে, ফিরে যাই
যে যার মতো
ভালো থাকা হবে না হয়তো....
মে ১০, ২০২৪ সকাল ৯টা
মিরপুর, ঢাকা
১১৭৯
অনুভূতির সীমানায় ভাসা আমার বিশ্ব
শূন্যতার গভীরে
অজানা স্থানে ঘুমিয়ে আছি
স্বপ্নের সন্ধানে; সময়ের মোহাচ্ছাদিত ফাঁদে
সত্যের অজানা গোপন রহস্যে
মন হারিয়ে পড়ে অজানা অধ্যায়ের কথায়
নীরবতার অজানা সীমানায়
ভূমিকে কাঁপানো আত্মা নিয়ে পড়ে আছি
মে ১১, ২০২৩, রাত ১১টা
মিরপুর, ঢাকা
১১৮০
ফিরে যাই তবে নিজের সীমানায়
স্মৃতির সাথে মিশে থাকি নীরবতার রহস্যে
পথের সন্ধানে নির্জন পথে
মনের আবেগ পথের কাছে নিয়ে যায় অন্যত্রে
চোখের অপরাধে রূপকথার মেঘ ঢাকা পড়ে
চিরকালের নির্বাসিত স্থানে
শূন্যতার অবাধ সমুদ্রে ভাসা
আমি অবশেষে, আত্মস্ফূর্তির সীমানায়
ফিরে যাই তবে
নিজের মুখোমুখি
সত্যের সন্ধানে চলি অজানা পথে, বাস্তবের সীমানায়
প্রেমে নির্বাসিত আমি ফিরে যাই অন্যত্রে
আমি ফিরে যাই
অজানা অন্যত্রে, শূন্যতার বাঁধনে।
মে ১১, ২০২৩, রাত ১১টা
মিরপুর, ঢাকা