১১৬৬
অল্প কিছু সময়ের স্মৃতি
অথচ, গভীর
অল্প কিছু কথোপোকথন
অথচ, তীর্যক
অল্প কিছু গল্প
অথচ, নিস্প্রভ
অল্প কিছু প্রশ্ন
অথচ, উত্তরহীন
অল্প কিছু প্রত্যাশা
অথচ, ফিরে আসা
জীবন এমনই হয়!!
মে ৬, ২০২৪ সকাল ৮টা
মিরপুর, ঢাকা
১১৬৭
প্রতিফলিত আলোয়
চাঁদ মায়াবী হয়
অথচ, সূর্য্য উপেক্ষিত
হঠাৎ আবিস্কারে
মানুষ উল্লসিত হয়
অথচ, স্থায়ীত্বের প্রশ্নে দ্বিধাগ্রস্থ
আচমকা বিজলীতে
কিছুটা আলোকিত হয়
অথচ, দরকার প্রতিনিয়ত আলো
ভ্রান্তি বিলাস, মানুষেরই হয়!!
মে ৬, ২০২৪ সকাল ৮টা
মিরপুর, ঢাকা
১১৬৮
ক্ষুধিত আতঙ্ক শূন্যতার গভীরে
হারিয়ে গেছে অস্তিত্বের বন্ধন
সময়ের অশ্রু, বাহিরে ক্ষুধিত আতঙ্ক
অন্ধকারের গভীরতা,
সৃষ্টি হয় আলোর জন্য
মন চাইতেই ভেঙ্গে পড়ে
চিরকালের ঘনিষ্ঠ
অন্তর্দহনে শুরু হয় স্বপ্নের মোড়কে
মে ৫, ২০২৪ রাত ১২টা
মিরপুর, ঢাকা
১১৬৯
আলোয় আলোয় নিঃস্বতা
ভীষণ সমান্তরাল
মন আবার পায়
আতঙ্কিত অন্ধকারের বিষণ্ণতা
প্রতিবিম্বে চিন্তা
অস্তিত্বে কাঁপে নিঃস্বার্থপরতা
বিচ্ছিন্নতার ভাবনা, অতলের গভীরে
হারিয়ে যাওয়া পথে, আলোর প্রতীক
মে ৬, ২০২৪ সকাল ৮টা
মিরপুর, ঢাকা
১১৭০
সময়ের কাঁপা অনুভূতি
চেতনার অদৃশ্য অবস্থা
চিন্তাগুলো অন্ধকারে হেরে যায় প্রতিনিয়ত
আলোর আশাতে বাধা
মন ভাসে আলোয়, অন্ধকারের মেঘে
নিঃস্বতায় অস্তিত্ব, অন্ধকারের গভীরে
মে ৫, ২০২৪ রাত ১২টা
মিরপুর, ঢাকা