১১৫৬
এখন কিংবা কখনো না
সেই প্রশ্নে প্রাণ চাই
যে প্রশ্নে আমার জীবন উপভোগ নেই

এখন কিংবা কখনো না
আমি মানুষের মত বিশ্বাস করি
নিশ্চিত যে জীবন উপভোগের কথা নয় তার আগের বিকল্পে

আমি নতুন কোনো দিনে একে দেখব
যে নতুন সূর্যের সাথে আমি মিলিত হব
অসীম সময়ের নির্মল ঘনিষ্ঠ সন্ধানে

এপ্রিল ২৫,২০২৪ সকাল ১০টা
মিরপুর, ঢাকা

১১৫৭
এখন কিংবা আর হবে না
এই সময়ের নির্ণয়
প্রেমের বিপরীতে বিরক্তির স্বাধীন সন্ধান

এখন কিংবা আর হবে না
এই মনের চাঁদ
প্রশ্ন নির্ণয়ে অন্ধকার সন্ধান

এপ্রিল ২৫,২০২৪ সকাল ১০টা
মিরপুর, ঢাকা

১১৫৮
এখন কিংবা আর চাই না
নীরব সন্ধানে
হৃদয়ে বেঁচে থাকা একাকী অন্তরে

এখন কিংবা আর চাই না
অবাক সূর্যের অবাক রঙে
অবাক চন্দ্রের অবাক ছন্দে

এপ্রিল ২৫,২০২৪ সকাল ১০টা
মিরপুর, ঢাকা

১১৫৯
এখন কিংবা আর না হউক
মন জানে না জীবনের খোঁজ
প্রেমের পথে ক্লান্ত হৃদয় অধ্যাবসানের প্রতিশ্রুতি জ্ঞান

দিনের ধারার আগে অবশ্য
কোনো বিশেষ নেই
একে অপরের সঙ্গে মিলিত সূর্যের প্রতিশ্রুতি আঁধার

এপ্রিল ২৫,২০২৪ সকাল ১০টা
মিরপুর, ঢাকা

১১৬০
যদি এখন কিংবা প্রশ্নের উত্তর খুঁজি
জীবনের পথে অবিরাম পথে নামি

জীবনের প্রশ্নে নিজের উত্তর খুঁজি
বৃষ্টি বুকে আসে বা হৃদয়ে মিছি

রঙিন পথে হারানো অথবা পেতে চাই
অন্ধকারের মাঝে অথবা আলোর সংগে আকাশে যাই

এপ্রিল ২৫,২০২৪ সকাল ১০টা
মিরপুর, ঢাকা