১১৫১
অজানার পথে ভ্রমণে গেছে পাখি
কেবল সেটাই মনে রেখো, আমার জ্ঞান
শিশিরের আঁধারে মুখ পুড়ে
হাসিতে লুকিয়ে থাকে আমার কথা
প্রহর আঁকি স্মৃতির ছায়ায়
জীবনের একান্ত অতীত পাহাড়ে
এপ্রিল ২৪,২০২৪ সকাল ৭টা
মিরপুর, ঢাকা
১১৫২
পৃথিবীর উপর বৃষ্টির ধারায়
মন ধুঁধু করে প্রহরের অপেক্ষায়
কখনো নেই নিঃসঙ্গতার অতীত
কখনো একশত বছরের প্রহরে ধরে রাখে
নিঃসঙ্গতার বছরগুলো
চলে যায় হেমন্তের সারা বিসর্জনে
এপ্রিল ২৪,২০২৪ সকাল ৭টা
মিরপুর, ঢাকা
১১৫৩
বিচ্ছিন্নতাবোধের সময়ে মন
আকুল অন্ধকারে বিকৃত
চেনা পথে পথ না হারি অজানা দিকে
ক্ষণস্থায়ী স্থানে নিরব মন নিরুপে
বিচ্ছিন্নতাবোধের সময়ে মন প্রশান্ত
আত্মশীল অনুভবে অনন্ত শান্তি
অজানা পথে অদৃশ্য পথিকের মতো
হারি নির্দিষ্ট উদ্দেশ্যের চেয়ে
এপ্রিল ২৪,২০২৪ সকাল ৭টা
মিরপুর, ঢাকা
১১৫৪
একদিন চলে যাবো এই শহর ছেড়ে
মুছে যাবে চোখের অশ্রু এই প্রেমে
বাদলের ঘনা মেঘে লুকিয়ে থাকবে স্বপ্ন
অবশেষে শূন্যতার অন্ধকারে মেঘে
একদিন চলে যাবো এই শহর ছেড়ে
স্মৃতির কোলে সব রঙের ভেসে যাবে
ফেলে যাবো পথের বিশ্রাম স্থলে
অবশেষে শূন্যতার অন্ধকারে মেঘে
এপ্রিল ২৪,২০২৪ সকাল ৭টা
মিরপুর, ঢাকা
১১৫৫
ইদানিং প্রেমের কথাগুলো সব
নিখোঁজ হচ্ছে প্রতিনিয়ত
নুতন করে আর প্রেমের ভাষা
শিখছি না, ইচ্ছে করেই
নিঃশব্দ প্রেমের মুখে
আমি অবহেলিত পথে চলি, অজানা দিকে
এপ্রিল ২৪,২০২৪ সকাল ৭টা
মিরপুর, ঢাকা