১১৪১
সূর্য ডুবে যায় অদূরে
অনেক ক্ষতি আমি দেখতে পাই
যখন ছিলে না
ছুঁয়ে দেখতাম বিকেলের মেঘের ছায়া
বৃষ্টি পড়লে যেন অন্য একটি বিশাল আলো ঝরে
আমার হৃদয় উজ্জ্বল করে
যখন থাকোনি আর
আমি চিন্তা করি কোন অন্ধকারের গল্প
অদৃশ্য প্রেমের বিশ্বাসে রয়ে গেছি
জীবনের অপেক্ষায় অনেকের মত তাকিয়ে আছি
এপ্রিল ১৮, ২০২৪ রাত ৯টা
রিং রোড, ঢাকা
১১৪২
আমি আর নেই, শূন্যের অন্ধকারে
চিন্তা ভরে আমার মন; সুখের অবাধে
অবাক চোখে দেখি মুখোচ্ছবি
সমুদ্রের তীরে বৃষ্টির স্নিগ্ধ বাতাস
কিসের অভাবে তবে আজও ভাসা হায়
সন্ধ্যার বাতাসে মেঘের ছায়া যায়
এপ্রিল ১৮, ২০২৪ রাত ৯টা
রিং রোড, ঢাকা
১১৪৩
সময়টা এখন আর আমার নেই
কোন এক সময় ছিল
সময়টা আমার থাকেনি, থাকতে চায় নি
আমি সব সময়
সময়ের সাথেই ছিলাম, সময়ের কাছেই ছিলাম
সময়ের দাসত্বই ছিল আমার জীবন
আমিই ছিটকে পড়েছি, ছিটকে গেছি
সময়ের ঘুর্নন থেকে
এখন বরং সময়ের চাপে পিষ্ট হচ্ছি
এপ্রিল ২১, ২০২৪ সকাল ৮টা
মিরপুর, ঢাকা
১১৪৪
অবিরাম জীবনের সাথে
হাঁটছি একা একা
মানুষের সমস্যার ভিতরে তার চোখ আমার
অবিরাম চেনা
একা একা হাঁটছি
সময়ের গতি নিয়ে
আশা আমার আলোর আলোয়
হয়ে যায় নিঃশব্দে
সময়ের ধারা মুখর স্পর্শে
সুখের ক্ষণে গড়ে
বিরাম জীবনের সাথে
হাঁটছি একা একা
এপ্রিল ২১, ২০২৪ সকাল ৮টা
মিরপুর, ঢাকা
১১৪৫
নিঃশব্দে সূর্য অস্ত যায়
অন্ধকারে লুকিয়ে পথ হারায়
প্রশান্ত সমুদ্রের তরঙ্গ সন্ধ্যায়
হারিয়ে যায় মন অন্ধকারের মাঝামাঝি ছায়
অজানা দেশের পথে অন্ধকার অলিংগনে
মন হারায় শূন্যতায় সাগরের নীরব ঝর্ণায়
নিঃশব্দে সূর্য অস্ত যায়
অন্ধকারে লুকিয়ে পথ হারায়
এপ্রিল ২১, ২০২৪ সকাল ৮টা
মিরপুর, ঢাকা