১১৩৬
মনের বিচ্ছিন্নতা
দেখায় পথের নতুন দিক
চলে যায় অজানা সময়ে
স্বপ্নের দিকে পথ নিয়ে
চিন্তার ছায়ায় মন ডুবে
আলোর সন্ধানে চলে যায়
বিচ্ছিন্নতাবোধে পায় নতুন
জীবনের পথে পায় স্বপ্ন
এপ্রিল ১৫, ২০২৪ দুপুর ৩টা
মিরপুর, ঢাকা
১১৩৭
অচেনা পথে যেতে চাইলে নিজেকে
অন্ধকারের অবস্থানে চলে যায় আমার শরীর
জীবনের অবসানে যে স্বপ্ন
মৃত্যুর সাথেই থাকে নতুন জীবন
আমি মৃত্যুর দিকে হাটি প্রতিদিন
স্বপ্নের পথকে পেছনে ফেলে
এপ্রিল ১৫, ২০২৪ দুপুর ৩টা
মিরপুর, ঢাকা
১১৩৮
আমার অন্তরে একটি বিশ্ব
যেখানে আমি স্বাধীন থাকি সদা
একা হওয়া অসম্ভব নয়
আমি নিজের সঙ্গে মিলিয়ে থাকি
বিশ্বের এই রহস্যে
আমি পাই আনন্দের ভালোবাসা নির্বাসন
সময় কাটাতে
আমি, নিজের সঙ্গে মিলে থেকি
চিন্তা-ভাবনা আমার, একা ভাবা সহজ
নির্জনে আমি খুঁজি, আমার সাথে আমার সম্পর্ক কে
এপ্রিল ১৬, ২০২৪ রাত ১১টা
মিরপুর, ঢাকা
১১৩৯
সূর্য আলো দিয়ে, ছুটে আসে অন্ধকারের উল্লাস
চিরকালের সাথে ভেদ জাগে, সময়ের ধারায়
মানুষের জীবনে
বিচ্ছিন্নতার বিকেলে মুখ খোলে আমার
ভাঙা স্বপ্নের আগে, উজ্জ্বল স্বপ্নের দিকে
চলে যায় আমার চোখে, আলোর পথে সন্ধ্যা আসে।
আমার অন্তরের বিচ্ছিন্নতা
মনে পড়ে একদিন, সম্পূর্ণতার অংশে
আমি পাই নতুন উদ্ভাসের আলো
এপ্রিল ১৬, ২০২৪ রাত ১১টা
মিরপুর, ঢাকা
১১৪০
ক্লান্ত জীবনের সাথে বাঁধা আছে
অসীম প্রেম
অনেক ক্ষত হৃদয়ে
তাতে আছে অবাধ স্বপ্ন
জীবন যে স্পর্শে প্রবল
হাতে ধরে নেবো
প্রতিরোধে ক্লান্ত প্রেমের আগুন জ্বলে
শক্তির জীবনে আলো ছড়ায়
স্বপ্নের পথে হে প্রেমের সুধা
অচল বিশ্বাসের সাথে ভরা হৃদয়
ক্লান্ত জীবনে প্রেমের প্রত্যাশা
হাসির পথে চলে মুক্তির নিশানা
এপ্রিল ১৮, ২০২৪ রাত ৯টা
রিং রোড, ঢাকা