মৃত্যুর সাথে একদিন
হবে সম্পর্ক অজ্ঞাত
সন্ধ্যায় বা সকালে
হবে সেই গভীর অবস্থা বুকের ভেতরে প্রত্যাশা
শুধু একটি অজানা পথে
আমরা চলে যাই
হারানোর ভীতরে
আছে আশার আলোর জ্যোৎস্না প্রানে
মৃত্যুর সাথে একদিন
হবে আমাদের প্রত্যাশার সন্ধান
জীবনের অনন্ত প্রশ্নে হবে
শেষ উত্তরের জন্য আমাদের খোঁজ
কারো সাথে না হলেও
মৃত্যুকে আসতে হবে একদিন
প্রাণে প্রাণের সংযোগ
পরবর্তী অধ্যায়ে মিলে যাবে সত্যের বিশ্বাস
মৃত্যুর সাথে একদিন
হবে প্রেমের সম্পর্ক শেষ
প্রেম হবে আমাদের প্রাণের জীবনে অমর
মৃত্যুর অপরূপ মাঝে
এপ্রিল ১৬, ২০২৪ রাত ১১টা
মিরপুর, ঢাকা