১১২৬
আমি একজন প্রেমিকা খুজছিলাম
আজীবন ধরে খুজছি

প্রেমিকারা সব সময় নিষ্ঠুর হয়!

একটা সময়, প্রেমিকারা
স্ত্রী হয়ে যায়, নয়তো
বন্ধু হয়ে যায়, নয়তো
পর স্ত্রী হয়ে যায়, নয়তো
পরকীয়া দোষে দুষ্ট হয়ে যায়

কেউ ই প্রেমিকা থাকতে পারে না

অথচ
আমি একজন প্রেমিকা খুজছিলাম....

মার্চ ২৭,  ২০২৪ রাত ১২টা
মিরপুর, ঢাকা

১১২৭
স্পর্শের মৃদুতা
হৃদয়ের সাথে অমিত মেলায়
তোমার আলোয় ভেসে যায় সমস্ত অন্ধকার রাতের মধ্যে

চোখে পাই সৃষ্টির অনুভূতি নতুন
যা ভাবি, যা দেখি
সেই মহাজীবন সৃষ্টি প্রকাশের মাধুর্যগুন

স্পন্দনে সৃষ্টির সুর বজায় থাকে
সম্মোহনে নাচে মন নিত্য আনন্দিত হয়
যার মধ্যে ভেসে যায় সমস্ত অন্ধকারের ঘুম

এপ্রিল ৪, ২০২৪ রাত ১০টা
মিরপুর, ঢাকা

১১২৮
সেই তো একাই, রাতের অন্ধকারে,
সাথে আমি, হৃদয়ে আলো ধারে

সেই তো একাই, নীরবের আগুনে,
স্বপ্নের গল্প লিখি, নীরব স্থানে

সেই তো একাই, সাজানো গানে,
স্বপ্নের মধ্যে, অন্ধকারের মাঝে

এপ্রিল ৬, ২০২৪ সকাল ৮টা
মিরপুর, ঢাকা

১১২৯
নিঃসঙ্গতা নীরব পথে
চিন্তার সঙ্গে আমি বসে,
মনের গভীরে মেলে গল্প,
নিঃসঙ্গতা আমার সাথে

অন্ধকারে আলোর প্রতিচ্ছবি,
সমৃদ্ধির অদ্ভুত সৃষ্টি,
অজানা পথে হারিয়ে আমি,
নিঃসঙ্গতা আমার সাথে

স্বপ্নের রঙিন প্রান্তরে,
চিরকাল আছি নির্জনে,
মনের আলোয় আলোকিত পথে,
নিঃসঙ্গতা আমার সাথে

এপ্রিল ৬, ২০২৪ সকাল ৮টা
মিরপুর, ঢাকা

১১৩০
চলো তবে
ধীরে ধীরে হারিয়ে যাই নি:শব্দে
নীরবতাকে সাক্ষী রেখে

চলো তবে
আনন্দ উৎসবে ভেসে যাই
পেছনের স্মৃতি সব মুছে ফেলে

অতীত এবং বর্তমান মুখোমুখি
বর্তমান অনেকবেশী উৎসব মুখর হতে পারে
অতীত যেমন আনন্দঘন ছিল

এপ্রিল ৭, ২০২৪ রাত ৮টা
নারায়নগঞ্জ