১১২১
স্বপ্নকে সত্য বলে চালিয়ে দিয়ে
নির্দোষ মুক্তি চাই
সত্যকে স্বপ্ন ভেবে
নিখাদ বাস্তবতাকে এড়িয়ে যাই

ক্রমাগত এবং নিরন্তর……

ল্যাপটপ আর মোবাইলের
স্ক্রিনটা
কৌতূহলী নিবাস

দুর্লভ জলে ভিজে উঠি মাঝে মাঝেই
নিজেকে ধিক্কার দিই
কখনো বা মুচকি হেসে ফিরে যাই নিজ দেহে

মার্চ ২৯, ২০২৪ রাত ৯টা
মিরপুর, ঢাকা

১১২২
পাবার আগেই বিসর্জন!!!

না পাওয়ার ইচ্ছেটা
আগে হলে ভালো হতো
পেয়ে যাবার আকাংক্ষাটা ম্লান হতো ততো

দুটো ইচ্ছের সমানুপাত যদি হতো
শূন্যতা ভর করতো
পথটা মসৃন হতো !?!?

এপ্রিল ৩, ২০২৪ সকাল ৮টা
মিরপুর, ঢাকা

১১২৩
আকাশ তার একাকীত্ব কে
দূর করতে রাশি রাশি মেঘমালাকে
খুজে পায়
বন্ধু হিসেবে একে অপরকে ধারন করে
ফিরেও যায়
ফিরে আসার জন্যে

মানুষ কেন বন্ধু পায় না
মানুষের কেন একাকীত্ব বরণ করতে হয়

ঈশ্বর একা
কিন্তু একাকীত্বে থাজে না
মানুষ অনেক মানুষের সাথে থাকে
একা থাকে না
অথচ
একাকীত্বে থাকে

এপ্রিল ২, ২০২৪ রাত ১১টা
মিরপুর, ঢাকা

১১২৪
তুমি কি আমার ভক্ত
নাকি
ক্ষতিগ্রস্থ?

আমি তবে?

তোমার ভক্তই থাকি
নিজেকে তোমার থেকে দূরে রাখি

তোমার ক্ষতি হবার ভয়ে থাকি
যে আশংকা বলতে রাখনি বাকী

নিরাপদ দূরত্ব থাকুক তবে
প্রার্থনায় রাখি তোমায়, মংগল হবে

এপ্রিল ২, ২০২৪  দুপুর ১টা
মিরপুর, ঢাকা

১১২৫
উচ্চারিত কথাগুলো
প্রায়শই ভুলে যাই
অনুচ্চারিত অনেক কথাই ভুলে যেতে চাই
ফিরে দেখি পেছনে কিছু নাই

মুখস্ত একটা জীবনের বাইরে গিয়ে
নুতন পাঠ চাই

অনুচ্চারিত কথাগুলো
মাঝে মাঝেই ভীষন ভোগায়
মুছে ফেলে তলানীতে রাখি
প্রতিদিনই ফিরে আসে যেন বা ভোরের পাখি

মার্চ ২৯, ২০২৪ ভোর ৩টা
মিরপুর, ঢাকা