১১১১
পরস্পর তাকিয়ে ছিলাম
মাঝে নিকস কালো অন্ধকার
তীব্র এক তৃষ্ণা ছিলো
কখন একটু আলো পাওয়া যাবে!

অন্ধকারে বুঝতে পারিনি
তুমি, পেছন ফিরে অন্যদিকে তাকিয়ে ছিলে
আমি ছিলাম তুমি বরাবর
কখনো কখনো আলো, অন্ধকার থেকেও
ভয়ংকর হতে পারে!?!?

মার্চ ২৬, ২০২৪ বিকেল ৪টা
মিরপুর, ঢাকা

১১১২
অ-চেনা মানুষ
চেনা হতে অল্প কিছু সময় লাগে

চেনা মানুষ চেনা হতে
নিজেকে পোড়াতে হয় আগে

মার্চ ২৬, ২০২৪ ভোর ১টা
মিরপুর, ঢাকা

১১১৩
করে ফেলা 'ভুল', শোধরানো না যাবে
প্রায়শ্চিত্তের জলে ধুতেই হবে


করতে যাওয়া 'ভুল', থামানো যাবে
অভিজ্ঞতার আচড়ে যখন, মন পুড়ে পাবে

মার্চ ২৫, ২০২৪ রাত ৯টা
মিরপুর, ঢাকা

১১১৪
মানুষ বদলে যাক
তার নিজের প্রয়োজনে, সময়ের আহবানে

নুতন কার্ড রিপ্লেসমেন্টের সময় হলে
মস্তিস্ক থেকে পুরনো মেমরি কার্ড ফেলে

দু:সময়ের স্মৃতি পেছনে রেখে
কিছু ঘটনার রেশ মুছে ফেলে
তবুও থাকুক ভালো, আনন্দে, উচ্ছলে

মার্চ ১৯, ২০২৪ রাত ৮টা
মিরপুর, ঢাকা

১১১৫
আমাকে ধরে ফেলে সময়
ফেলে আসা স্মৃতির ফটোগ্রাফ
বিষন্ন করে তোলে

এক টুকরো হাসি
এক ফালি কথা, তখনো জীবন্ত হয়ে ভাসে
শব্দ কণার ঘ্রাণ অনুভূত হয়

আমি ক্ষুধার্ত থাকি
চুরি করে শুনি তার কথা

মার্চ ১৮, ২০২৪ রাত ১০টা
মিরপুর, ঢাকা