১১০৬
মানুষ বদলে যাক
তার নিজের প্রয়োজনে, সময়ের আহবানে

নুতন কার্ড রিপ্লেসমেন্ট এর সময় হলে
মস্তিস্ক থেকে পুরনো মেমরি কার্ড ফেলে

দু:সময়ের স্মৃতি পেছনে রেখে
কিছু ঘটনার রেশ মুছে ফেলে
তবুও থাকুক ভালো, আনন্দে উচ্ছলে

মার্চ ১৯, ২০২৪ রাত ৮টা
মিরপুর, ঢাকা

১১০৭
উচ্চারিত কথাগুলো
প্রায়শই ভুলে যাই
অনুচ্চারিত অনেক কথাই ভুলে যেতে চাই
ফিরে দেখি পেছনে কিছু নাই

মুখস্ত একটা জীবনের বাইরে গিয়ে
নুতন পাঠ চাই
অনুচ্চারিত কথাগুলো
মাঝে মাঝেই ভীষন ভোগায়

মুছে ফেলে তলানীতে রাখি
প্রতিদিনই ফিরে আসে যেন বা ভোরের পাখি

মার্চ ২৯, ২০২৪ ভোর ৩টা
মিরপুর, ঢাকা

১১০৮
কখনো কখনো
মানুষের জলন্ত বিশ্বাসগুলো
বিশ্বাসের আগুনেই পুড়ে ছাই হয়

আস্থাগুলো
অনাস্থার চাদরে মুড়ে যায়

আবার নুতন করে যাত্রা
হয়তো পাওয়া যায় ভিন্ন কোন মাত্রা
নয়তো
জাবরকাটা সময়কে হতে হয় সস্তা

মার্চ ২৮, ২০২৪ রাত ১০টা
মিরপুর, ঢাকা

১১০৯
আমি একজন প্রেমিকা খুজছিলাম
আজীবন ধরে খুজছি

প্রেমিকারা সব সময় নিষ্ঠুর হয়!

একটা সময়, প্রেমিকারা
স্ত্রী হয়ে যায়, নয়তো
বন্ধু হয়ে যায়, নয়তো
পর স্ত্রী হয়ে যায়, নয়তো
পরকীয়া দোষে দুষ্ট হয়ে যায়

কেউ ই প্রেমিকা থাকতে পারে না
অথচ
আমি একজন প্রেমিকা খুজছিলাম....

মার্চ ২৭, ২০২৪ রাত ১২টা
মিরপুর, ঢাকা

১১১০
পথের বাকে
আবার দেখা হতেও পারে

দু:সময়ের একাকীত্বে
আবারও পাশে থাকার ডাক হতেও পারে

সুসময়ে মানুষের ভীড়ে
কাছে রাখার প্রয়োজনটা মনে নাও হতে পারে

অপেক্ষার অপেক্ষাগুলো
শেষ অবধি অপেক্ষায় নাও থাকতে পারে

এপ্রিল ৩, ২০২৪ সকাল ১০টা
মিরপুর, ঢাকা