আমি আছি অজানা পথে, হারানো সন্ধানে,
স্বপ্নের আবেগে জ্বলানো
আত্মতান্ত্রিক উদ্দীপনে
হারিয়ে যেতে যেতে আলোর সব স্বপ্নে,
অসীম অন্ধকারে বেঁধে রেখেছি আমার
স্বপ্নের সমাপ্ত হতাশা
বিস্মৃত হৃদয়ের ভিতর সূত্রিত
দুঃখের মোহর খুঁজি
ভাবছি কি অতীতের স্মৃতিরা আবেগে বেঁচে আছে
নাকি আমার আত্মতান্ত্রিক
হতাশার মোহরের কাছে
অন্ধকার রাতে আমি পুরনো
স্মৃতিতে ডুবে থাকি
অস্তিত্ব সন্ধানের অভিজ্ঞতায়
অসীম দুঃখে
নিবিড় হারানো আত্মতান্ত্রিক ভাবনায়
এপ্রিল ৫, ২০২৪ রাত ১২টা
মিরপুর, ঢাকা