আমি মুলত একাই থাকি,
গতানুগতিক একজন সঙ্গী আছে
জীবনের সাথে সঙ্গী নেই
আকাশের অদূরে ভ্রমণ করি
মেঘের ছায়ায় স্বপ্ন দেখি
আমার মন একা বাঁচে,
অজানা পথে হাঁটি পাথরের সঙ্গে
একা হয়ে সমুদ্র দেখি
সমুদ্রের তীরে বসে চোখ মেলে রাত
তারা আলোর বাজারে,
একা হয়ে মন ধরে হাত
আমি একা নয়, আমি অতীতের সঙ্গী,
আমি আমার সাথে, একা একা নই
চিন্তা একা জগতে, মেঘের আঁধারে
এই অজানা পথে, এই মুক্ত আকাশে,
আমি আমার সাথে, সবসময় ভরা।
পথের পাথরে একা হয়েও,
সঙ্গীর সুরে সাহস পেতে পারা
এপ্রিল ৫, ২০২৪ দুপুর ৩টা
মিরপুর, ঢাকা