এরকম প্রশ্ন তো
শুধু আমার একার না
অনেকের থাকে, কেউ বা পেয়ে যায়
কেউ বা আমার মতো
তন্ময় হয়ে থাকে উত্তরের অপেক্ষায়
আর বাজারে যাবো না
ঠিক করেছি
নিত্য দিনের বাজারে শুধু ভর্তুকি দিতে হয়
একটা না বলা ক্ষুধা
আমাকে তাড়া করে,
অথচ তোমার ক্ষুধা ভিন্ন ধাচের
তুমি যখন খাদ্য খুঁজো সুকৌশলে
আমি বিস্মিত হই!!
কিছু বলি না
অপেক্ষা করি, তোমার কতো খাদ্যের প্রয়োজন হয়!!
এপ্রিল ২, ২০২৪ ভোর ১টা
মিরপুর, ঢাকা