কি আশ্চর্য এক নীরবতা
বিরাজ করছে
এখানে সেখানে
ভেতরে, বাহিরে, মগজে!!
বেশ তো ছিলো দিনগুলো
হামলার পর হামলা
মানবতার কি জঘন্য বহিঃপ্রকাশ!!
আমি বিব্রত বোধ করি
বিপন্নতা আঁকড়ে ধরে
সক্ষমতার অভাব বোধ করি
সভ্যতাকে প্রশ্ন করি
অথচ কিছুই করি না
ক্ষুধার্ত শিশুদের মুখের দিকে
তাকিয়ে থাকি
চোখে ভাসে, অসভ্য সমাজের পারস্পরিক সহমর্মিতা,
যাকে আমরা “অসভ্য সমাজ” নাম দিই
মার্চ ২৯, ২০২৪ রাত ৯টা
মিরপুর, ঢাকা