জীবনের রঙ বদলাতে চাও?
পারবে
চেষ্টা করলে পারবে, সে আমি জানি
তোমার সক্ষমতা ইতোমধ্যেই জেনে গেছি
ক্ষনে ক্ষনে রঙ বদলাবে?
নাকি
কেবল অতি প্রয়োজনটুকুতেই
কিছুটা বদলে নেবে
সে সিদ্ধান্ত একান্তই তোমার
বদলে গিয়ে
পুরো জীবনের লালিত সৌন্দর্য্য হারাবে?
নাকি
কিছুটা না-পাওয়ার সাথে আপোষ করবে?
সে সিদ্ধান্তও একান্তই তোমার
তোমার ভেতরটা বদলে নেবে
নাকি
খাপ খাওয়ানোর জন্য, ক্ষনিকের
বদলে যাওয়াকে মেনে নেবে
এটা তোমারই সিদ্ধান্ত
আমি কেবল ধীর গতিতে
তোমার বদলে যাওয়া দেখি
নিজের সাথে নিজেকে আপোষ করতে দেখি
বিষ্মিত হই!!
মার্চ ২২, ২০২৪ রাত ১১টা
মিরপুর, ঢাকা