নীরবতা!!

আশ্চর্য এক নীরবতা চারদিকে
শুনসান, নিস্তব্দ, নিথর
কেউ নেই, কোথাও কেউ ছিল না, কক্ষনো নাa
কথা বলার স্পর্ধা নেই কারো

এমন নীরবতা
কেউ আগে দেখেনি, কখনোই না
কোথাও এমন নীরবতা ছিল না
কখনোই না

কেউ শোনেনি এমন
নীরবতার কথা
কবরের নীরবতাও এমন থাকে না

মানব প্রজাতির শুরু থেকে
আজ পর্যন্ত
এমন নীরবতা, ছিল না কখনোই

আশ্চর্য এক নীরবতা!!!

বিচার দিবসে
এমন নীরবতার কথা শোনা যায়

অথচ, আমি নীরবতা অনুভব করি
ভেতর থেকে!!

মার্চ ২৫, ২০২৪ ভোর ৩টা
মিরপুর, ঢাকা