তুমি আমার "প্রিয় একজন"
আমি তোমার শুধুই "পরিচিতজন"
এ রকম সম্পর্কে
পৃথিবী একটুও বিচলিত না
তুমিও বিব্রত নও
তবুও থাকুক
এরকম একটি সম্পর্ক
কারোই কোন ক্ষতি হবে না
কিচ্ছু হবে না
তোমার পথ চলায় কোন বাধা হবে না
আমারও মন খারাপ থাকবে না
তুমি থাকবে নিরাপদ
আমি ভেতরে নেই কোন পাপবোধ
মূল্যবান কিছুসময় হয়তো
অপচয় হবে তোমার
মাঝে মাঝে কফি আড্ডা হবে
সামান্য এই চাওয়াটুকুই তো আমার
মার্চ ৮, ২০২৪ সকাল ৭টা
মিরপুর, ঢাকা