তুমি তো আমার বন্ধু হতে পারতে!!
অনেক বন্ধুদের মধ্যে
একজন বন্ধু হতে চাইনি আমি
একজনের মধ্যে “একজন বন্ধু হতে চেয়েছিলাম”
তোমার ওখানে অনেক ভীড়
মানুষের ভীড়
এতো এতো মানুষের ভীড়ে
আমি তোমার সাথে কফি খেতে চাইনি
শুধু ‘তোমার সাথেই” কফি খেতে চেয়েছিলাম
অনেক পরিচিত জনের মধ্যে
আমি একজন “পরিচিতজন”
এমনটা চাইনি তো
পরিচিত, এমন ট্যাগলাইন আমার ভালো লাগেনি
তাই ফিরে এলাম
আবার ফিরে যাবার জন্য
ফিরে আসিনি
না ফেরার জন্যই ফিরে এসেছি
প্রতিদিন তোমায় মনে রাখছি
অথচ ভুলে যেতে চাইছি
ভুলে যেতে যেতে
আবারো মনে রাখছি
তুমি আমার প্রেমিকা না হলেও
বন্ধু হতে পারতে!!
মার্চ ৮, ২০২৪ সকাল ৯টা
মিরপুর, ঢাকা